জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

টঙ্গীতে প্রথম পর্বের জোড় ইজতেমা শুরু ১৩ অক্টোবর

The first phase of Jhor Ijtema in Tongi started on October 13
টঙ্গীতে প্রথম পর্বের জোড় ইজতেমা শুরু ১৩ অক্টোবর। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ১৩-১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। সা’দপন্থীদের আবেদনের ভিত্তিতে জোড় ইজতেমার প্রথম পর্ব এটি। পরে অনুষ্ঠিত হবে জোবায়েরপন্থীদের জোড় ইজতেমা।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে জোড় আয়োজনের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এর আগে কাকরাইল জামে মসজিদ মারকাজের আহলে শূরার পক্ষে আবেদন করেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়েছে, নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগের শুরার পক্ষে কাকরাইল মসজিদ, ঢাকার আবেদনের প্রেক্ষিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ১৩-১৭ অক্টোবর ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হলো। অনুমতির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন সরকারি দফতর ও গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে।

জোড় ইজতেমাকে কেন্দ্র করে কিছু দিনের মধ্যেই ময়দান প্রস্তুতির কাজ শুরু হবে।

গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তানবীর আহমেদ বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদপন্থীদের জোড় ইজতেমা হবে। দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জুবায়েরপন্থীদের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।

সাধারণত প্রতি বছর জানুয়ারী মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। কিন্তু আগামী ২০২৪ সালের বিশ্ব ইজতেমার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে, জাতীয় সংসদ নির্বাচনের পরে তারিখ নির্ধারণ করা হবে।