
ঝিনাইদহে আওয়ামী লীগের ডাকা কার্যক্রম নিষিদ্ধ লকডাউন ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রজনতা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্থাপিত ‘মুজিব চত্বর’ গুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থিত মুজিব চত্বরটি বুলডোজার ব্যবহার করে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়।
উল্লেখ্য, এর আগেও গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৪ আগস্ট মুজিব ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছিল। সে সময় কিছু অংশ অবশিষ্ট ছিল। বৃহস্পতিবার বিক্ষুব্ধ ছাত্রজনতা বুলডোজার দিয়ে সেই অবশিষ্ট অংশটুকুও পুরোপুরি গুড়িয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা এই প্রসঙ্গে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থাণে আওয়ামী লীগ ও হাসিনা হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে এবং দেড় হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যা করেছে। এখনও শহীদদের রক্তে রাজপথ ভেজা। তবে আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। এ কারণেই ছাত্রজনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের চত্বর গুঁড়িয়ে দিয়েছে।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্রজনতা মুজিব চত্বরটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’







