সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ঝটপট তৈরি করুন সুস্বাদু এগ ফ্রায়েড রাইস

egg fried rice
ছবি: সংগৃহীত

ছোট থেকে বড়দের খাবারের মধ্যে একটি হল এগ ফ্রায়েড রাইস। এই খাবারটি তৈরি করাও খুব সহজ। চলুন জেনে নেই এগ ফ্রায়েড রাইস তৈরির সহজ রেসিপি।

উপকরণ:

  • সুগন্ধি পোলাও চাল ২ কাপ
  • ডিম ৪টা
  • পেঁয়াজ পাতাকুচি ৪ টেবিল চামচ
  • রসুনকুচি আধা চা-চামচ
  • গোলমরিচগুঁড়া স্বাদমতো
  • সয়া সস ১ টেবিল চামচ
  • ফিশ সস ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ২-৩টি (ফালি করা)
  • চিনি ১ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল ৬ টেবিল চামচ

প্রণালী:

১. চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।

২. হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিন। তাতে লবণ ও ১ টেবিল চামচ তেল দিয়ে দিন। ধুয়ে রাখা চাল দিয়ে নেড়ে দিতে হবে। চাল ৮০ শতাংশের মতো সেদ্ধ হলে পানি ঝরিয়ে ছড়ানো প্লেট বা ট্রেতে ছড়িয়ে দিন। ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে।

৩. এবার একটা কড়াইয়ে অল্প তেল দিয়ে ডিমগুলো ভেঙে দিন। অল্প লবণ ছড়িয়ে দিয়ে ঝুরি করে ভেজে তুলে নিতে হবে।

৪. এবার সেই একই কড়াইয়ে বাকি তেল দিয়ে দিন। রসুনকুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

৫. রান্না করা ভাত, গোলমরিচগুঁড়া, পেঁয়াজপাতাকুচি, সয়া সস, ফিশ সস, কাঁচা মরিচের ফালি, স্বাদমতো লবণ আর চিনি দিয়ে ভালোভাবে ভাজতে হবে ৪-৫ মিনিট। এ সময় চুলার আঁচ বাড়ানো থাকবে।

৬. ভাত ভাজা হয়ে গেলে তাতে ভেজে রাখা ডিম মিশিয়ে নামিয়ে নিতে হবে।

টিপস:

  • চাল ভালোভাবে সেদ্ধ করতে হবে।
  • ডিম ঝুরি করে ভেজে নিলে সুন্দর দেখায়।
  • ভাত ভাজা করার সময় চুলার আঁচ বাড়িয়ে রাখলে ভাত ভালোভাবে ভাজা হবে।
  • পরিবেশনের সময় ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।