ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

জোভান-ফারিণের ঈদের নাটক তোমার পিছু ছাড়বো না

Jovan-Farin's Eid drama I will not leave you behind
জোভান-ফারিণের ঈদের নাটক তোমার পিছু ছাড়বো না। ছবি: সংগৃহীত

এই জুটি সবসময়ই অভিনয় করে পর্দা মাতাচ্ছেন। তাদের নাটক সকলের মুগ্ধ করছেন। এবার ঈদে টমবয় হয়ে পর্দায় হাজির হবেন ফারিণ।

নাটকটির নাম ‘তোমার পিছু ছাড়বো না’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান। এতে টমবয় মেয়েটির চরিত্রে নিজেকে মেলে ধরেছেন ফারিণ। আর তার বিপরীতে সহজ-সরল ছেলের চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে।

নাটকের গল্পে দেখা যাবে, রাস্তার পাশে একটি সহজ-সরল ছেলেকে কান্না করতে দেখে টমবয় টাইপের এক মেয়ে এগিয়ে আসে। তার হাতে সিগারেট, বয়কাট চুল, পরনে শার্ট-প্যান্ট। ছেলেটিকে গিয়ে মেয়েটি জিজ্ঞাসা করে- কী হয়েছে, কাঁদছো কেন?

জবাবে ছেলেটি আরও কাঁদতে কাঁদতে বলে, পাশের গলি থেকে আমার একটি ব্যাগ ছিনতাই হয়েছে।

এ কথা শুনে রীতিমতো ব্যাগটি উদ্ধার করতে ছুটে যায় মেয়েটি। এভাবেই এগিয়ে যায় ‘তোমার পিছু ছাড়বো না’ নাটকের গল্প।

নির্মাতা মুহাম্মদ মিফতা আনান বলেন, কথায় আছে প্রেম অন্ধ। তারই বাস্তব চিত্র দেখা যাবে এই নাটকে।এবং প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, আসন্ন ঈদুল আজহায় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।