ফেব্রুয়ারি ২২, ২০২৫

শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫

জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির টোনা মাছ, দেখতে পর্যটকদের ভিড়

Rising Cumilla - 18 kg tuna caught in fisherman's net, tourists flock to see it
ছবি : সংগৃহীত

পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ছত্তার মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের টুনা মাছ।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলছেন, এই এলাকায় এতো বড় আকারের টুনা মাছ আগে কখনো ধরা পড়েনি।

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৎস্যবন্দর মহিপুরের আড়ৎ ফয়সাল ফিসে মাছটি নিয়ে এলে নিলামের মাধ্যমে ১৪ হাজার ৮০০ টাকায় কিনে নেয় কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান। এ সময় টুনা মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জেলে ছত্তার মাঝি গণমাধ্যমকে জানান, কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা একটি বিশাল টুনা মাছ ধরেন। সামুদ্রিক অন্যান্য মাছের সাথে এই মাছটি ধরা পড়ে। মাছটি দেখে ট্রলারে থাকা বাকি জেলেরাও উল্লাস করেন।

তিনি আরও বলেন, ২৫ বছর ধরে জেলে পেশায় আছি কিন্তু এত বড় টুনা মাছ এর আগে কখোনোই আমরা পাইনি। এর আগে সর্বোচ্চ ৫-৭ কেজি ওজনের টুনা মাছ পেয়েছি।

ফিশভ্যালি কর্তৃপক্ষ জানায়, বড় মাছ বেশীরভাগ সময়ে তারা কিনে থাকে। তবে এর আগে ৫-৭ কেজি ওজনের টুনা বিভিন্ন সময়ে ক্রয়-বিক্রয় করলেও এত বড় টুনা আর কখনো তারা দেখেননি এই এলাকায়। আজকে ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনেছেন।

ফিশভ্যালির পরিচালক মো. মতিউর রহমান জানান, বড় মাছ দেখে পছন্দ হয়েছে তাই কিনেছি। তবে এখানে বিক্রি করতে পারি কিনা জানি না। আমাদের অনলাইনে এটা দেয়া আছে। আশা করি ভালো লাভে কাস্টমার পাবো। আর কুয়াকাটায় আগত পর্যটকদের অনেকে ছবি তুলছেন, দাম জিজ্ঞেস করছেন যদি কেউ পছন্দ করে কম ব্যবসা হলেও বিক্রি করে দেব।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, ‘এটি বিশ্ব বাজারে অনেক দামি মাছ যা অ্যালবাকোর, যা লংফিন টুনা নামেও পরিচিত। স্কোমব্রিফর্মেসের টুনার একটি প্রজাতি। এটি নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় জলে পাওয়া যায়।’