ফেব্রুয়ারি ২৩, ২০২৫

রবিবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাদিয়া

Rising Cumilla - Barisal University's Sadia ranks first in Judicial Service Exam
ছবি: প্রতিনিধি

১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তিনি তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।

বিষয়টি নিশ্চিত করেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ। তিনি বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের বিভাগে সংকটের মাঝেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে ফেলে প্রথম হয়েছে এই কৃতিত্ব এই শিক্ষার্থীর নিজের।

হালিমাতুস সাদিয়ার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। হালিমা ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন।

সফলতার বিষয়ে হালিমাতুস সাদিয়া সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন, আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। বাবা-মা’র অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনায় আমি আজ এই পর্যায়ে এসেছি। সাথে সাথে আমার সহপাঠী ও আত্মীয় স্বজন সকলের দোয়া ও ভালোবাসা আমার এই অর্জন।