ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

জিমেইল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করুন সহজেই!

Rising Cumilla - GMAIL
প্রতীকি ছবি/সংগৃহীত

আপনার জিমেইল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চান? জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে তাল মিলিয়ে আপনার ডিজিটাল পরিচয়ও পরিবর্তন করুন! মাত্র কয়েকটি ধাপে আপনি আপনার ইমেইল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন।

কীভাবে পরিবর্তন করবেন:

প্রথমে লগ ইন করুন: যেকোনো ব্রাউজারে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন।

ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যান: লগ ইন করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে যান।

পারসোনাল ইনফোতে ক্লিক করুন: মোবাইলে ওপর আর কম্পিউটারে বাঁ দিকে থাকা পারসোনাল ইনফো অপশনে ক্লিক করুন।

বেসিক ইনফোতে যান: এবার বেসিক ইনফোর দ্বিতীয় নম্বরে নেম অপশন থাকবে। সেখানে ক্লিক করুন।

নাম পরিবর্তন করুন: এখানে নামের তিনটি ক্যাটাগরি দেয়া থাকবে নেম, নিক নেম ও ডিসপ্লে নেম। যে ক্যাটাগরির নাম পরিবর্তন করতে চান সেখানে ক্লিক করে নতুন নাম দিন।

সেভ করুন: নাম পরিবর্তন করে নিচের দিকে সেভ বাটনে চাপ দিন।

কেন নাম পরিবর্তন করবেন?

ব্যক্তিগত পরিচয় পরিবর্তন: আপনার নাম যদি পরিবর্তিত হয়ে থাকে, তাহলে আপনার ডিজিটাল পরিচয়ও সেই অনুযায়ী পরিবর্তন করা জরুরি।

ব্র্যান্ডিং: আপনি যদি কোনো ব্যবসা করেন, তাহলে আপনার ব্যবসার নাম অনুযায়ী আপনার ইমেইল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন।

গোপনীয়তা: আপনি যদি অনলাইনে আপনার পরিচয় গোপন রাখতে চান, তাহলে আপনার ইমেইল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন।

মনে রাখতে হবে, নাম পরিবর্তন করলে আপনার গুগল অ্যাকাউন্টের সব জায়গায় নতুন নাম দেখা যাবে। নাম পরিবর্তন করার পরেও আপনার পুরনো ইমেইল আইডি একই থাকবে।