মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

জরুরি প্রয়োজন ডেকে ২০ বছরের যুবককে বলাৎকার

Rising Cumilla - Stop Rape
প্রতীকি ছবি/সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় ২০ বছরের এক যুবক বলাৎকারের শিকার হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১২ মার্চ) ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। গত শনিবার (৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা গেছে, বাদীর মেঝ ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার রাতে যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী মঞ্জুর মহাজনের ছেলে সাঈদ তাকে জরুরি কথা আছে বলে ডেকে বাসায় নিয়ে বলাৎকার করে। এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। যুবকটি মঙ্গলবার বিষয়টি তার পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করেন বাদী।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।