জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

ছেলের নাম তারিক জামিল রাখলেন: সানা খান

Tariq Jamil named the son says Sana Khan
ছেলের নাম তারিক জামিল রাখলেন: সানা খান। ছবি: সংগৃহীত

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান কিছুদিন আগেই পুত্র সন্তানের মা হয়েছেন। মুফতী আনাস সাইদকে বিয়ের পর তাদের সংসারে প্রথম সন্তান এটি।

নাম রেখেছে তারিক জামিল।ইসলাম প্রচারক হিসেবে পরিচিত পাকিস্তানি ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলের নামানুসারে সানা খান তার ছেলের নাম রেখেছেন।

ছেলের নাম তারিক জামিল রাখা প্রসঙ্গে সানা বলেন, তারিক নামের অর্থ ‘সকালের যে তারা রাতে আসে’। আর জামিল অর্থ ‘সুন্দর’। নাম ব্যক্তিত্বের ওপর দারুণ প্রভাব ফেলে। আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম চেয়েছিলাম যা ধর্মপরায়ণতা, সহনশীলতা, ভদ্রতা এবং সততার প্রতীক।

প্রাক্তন এই অভিনেত্রী জানান, ইসলাম ধর্মকে যাতে আরও ছড়িয়ে দিতে পারে তাদের সন্তান, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।