বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

ছেলের কাছে যা অনুরোধ করলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

Rising Cumilla -Chanchal Chowdhury and his son
ছেলের কাছে যা অনুরোধ করলেন চঞ্চল/ছবি: সংগৃহীত

দেশের অভিনয় জগতের অন্যতম প্রিয় মুখ চঞ্চল চৌধুরী আবারও ভক্তদের হৃদয় ছুঁয়ে গেলেন এক আবেগময় পোস্টের মাধ্যমে। সম্প্রতি টালিউডের নির্মাতা ব্রাত্য রাইসুর ছবির শুটিং শেষ করে বুধবার (১২ নভেম্বর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি শেয়ার করে লিখলেন এক হৃদয় ছোঁয়া কথা। নেপথ্যে, অভিনেতার পুরোনো পোশাক এখন ছেলে শুদ্ধের গায়ে এঁটে যায়; আর তাতে আবেগ ও আনন্দ যেন একসঙ্গেই যেন প্রকাশ করেন অভিনেতা।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ছেলেকে উদ্দেশ্য করে সেই পোস্টে চঞ্চল লিখেছেন, ‘যতদূর মনে পড়ে, গত শীতেও এই ব্লেজারটির মালিকানা আমার হাতেই ছিলো! ভাবছেন নিজের টাকায় বানিয়েছিলাম? না, খালাতো ভাই প্রবীর নিজের শরীর থেকে খুলে আমাকে পরিয়ে দিয়েছিল, বলেছিল, ‘দাদা, তোকে খুব সুন্দর মানিয়েছে, এটা তুই নিয়ে যা।’ তখন খুশি হয়েই নিয়েছিলাম জিনিসটা।‘

তিনি আরও লেখেন, সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই প্রিয় পোশাকগুলো ছেলের শরীরে খাপে খাপ বসে যাচ্ছে। তাই তিনি লিখেছেন, ‘এটাই মনে হয় প্রকৃতির নিয়ম! এক সময় বাবা-মায়ের সমস্ত কিছুই সন্তানের দখলে চলে যায়। এ আনন্দ বাবা-মায়ের জন্য অকল্পনীয় শান্তি।’

তবে শুধু বস্তুগত সম্পদ নয়, চঞ্চল চৌধুরী চান তার ছেলে যেন তার আদর্শ, মূল্যবোধ আর জীবনের শিক্ষা ধারণ করে বড় হয়ে উঠুক। তার ভাষায়, ‘হে সন্তানেরা, শুধু সম্পত্তি বা পোশাক নয়, বাবা-মায়ের ভালো অর্জনগুলোও নিজের জীবনে বয়ে নিয়ে সফল হও। বড় হও, সফল হও।’

সবশেষে ছেলেকে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, ‘আর আমার ছেলে শুদ্ধ’র কাছে অনুরোধ,অতি বিলাসিতা আমার কখনই পছন্দ নয়,তাই আমার সমস্ত পোশাক…বাপ বেটা দুজনই ভাগাভাগি করেই পরি চল! আমার প্রতিটি পোশাকে আমার শরীরের যে পরিশ্রম আর সাধনার ঘাম গন্ধ লেগে আছে,সেটাকে কখনো অবজ্ঞা করিস না বাপ, অনেক বড় মানুষ হ।

আরও পড়ুন