
কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন এসএসসি, দাখিল এবং এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের বাইরে দুটি খাবারের হোটেল খোলা রেখে জনসমাগম করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রাম, কুমিল্লা জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে ওই দুটি হোটেলকে মোট ১০০০/- টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ ১৪৪ ধারা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।