মে ২, ২০২৫

শুক্রবার ২ মে, ২০২৫

চৌদ্দগ্রামে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে খাল ও ড্রেন পরিষ্কার অভিযান শুরু

চৌদ্দগ্রামে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে খাল ও ড্রেন পরিষ্কার অভিযান শুরু
চৌদ্দগ্রামে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে খাল ও ড্রেন পরিষ্কার অভিযান শুরু/ছবি: সংগৃহীত

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যার ঝুঁকি হ্রাসে ‘ড্রেন, নর্দমা ও খাল পরিষ্কার অভিযান’ পরিচালনা করেছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১ মে, ২০২৫) সরকারি ছুটির দিনেও চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক।

পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন, অনেকেই সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দিয়েছেন। এতে বর্ষাকালে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অবৈধ স্থাপনা নির্মাতাদের প্রতি অনুরোধ জানান, তারা যেন স্বেচ্ছায় নিজ দায়িত্বে এসব স্থাপনা সরিয়ে নেন।

পাশাপাশি তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন, যেন এ অভিযান কার্যকরভাবে পরিচালনা করা যায়।

আরও পড়ুন