
দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা এবং সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিকুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া খন্দকার পাড়া জামে মসজিদের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
এর আগে সরাইল উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন বুমাসহ অন্যান্য সংগঠন পুষ্পস্তবক দিয়ে শেষ বিদায় জানান শফিকুর রহমান’কে।
তার জানাজার আগে বিশিষ্টজনদের মাঝে বক্তব্য রাখেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, এ্যাডভোকেট আব্দুর রাশেদ,মোঃ আজহার মিয়া,সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃআনোয়ার হোসেন মাস্টার, মোহনা টিভির আশুগঞ্জ প্রতিনিধি মোঃ সাংবাদিক তাসলিম উদ্দিন,খন্দকার তারিকুল ইসলামসহ আরও অনেকে।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন- মরহুমের ভাইসদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির। জানাজায় ইমামতি করেন হাফেজ রেদোয়ান হাসান নাবিল।
জানাজার নামাজে অংশ নেন- আলী আহাদ, আজাহার মিয়া, অহিদুল্লাহ খন্দকার, খন্দকার তারেক, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, পারভেজ, মাসুদ মিয়া, জহিরুল ইসলাম রিপন, সিরাজুল ইসলাম, আবেদুর আর শাহীন, ফয়জুল কবির, মোকলেছুর রহমান, আক্তার, আমজাদ, মোজাম্মেল পাঠান, আত্মীয়-স্বজন, এলাকাবাসী, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।