
কুমিল্লার চান্দিনায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ওই সমাবেশ হয়।
এতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী’র সভাপতিত্বে বক্তৃতা করেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুল কাদের, সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন, সামায়ুন কবির বিএসসি, মিজানুর রহমান বিএসসি, মো. শাহাব উদ্দিন, মাওলানা কামরুল হাসান, অভিভাবক মাওলানা আলাউদ্দিন, জাহানারা বেগম প্রমুখ।