রবিবার ২০ জুলাই, ২০২৫

চান্দিনায় জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি পালন

'One Martyr, One Tree' planting program held in Chandina to commemorate July martyrs
ছবি: প্রতিনিধি

সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থান শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ‘এক শহীদ,এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

চান্দিনা উপজেলা প্রশাসনের এবং সামাজিক বন বিভাগ কুমিল্লার ব্যবস্থাপনায় শনিবার (১৯ জুলাই) সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। এসময় শহীদদের স্মরণে বিভিন্ন ফলজ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়।

ইউএনও আশরাফুল হক জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া চান্দিনার এক শহীদ ইমাম হাসান তায়িম ভুইঁয়ার নামে একটি বকুল গাছ রোপণ করা হয়। গাছের সঙ্গে শহীদ ইমামের স্মৃতিফলক সাঁটানে হয়েছে। সেখানে তাঁর পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে শহীদ ইমামের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু জাফর, উপজেলা বন বিভাগ কর্মকর্তা শাহজাহান মিয়া, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ জামান, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সিনিয়র যুগ্ম সমন্বয়কারী ফারহানা ইয়াসমিন।

আরও পড়ুন