শনিবার ৬ সেপ্টেম্বর, ২০২৫

চান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Jamaat-e-Islami's election responsibility rally in Chandina
চান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চান্দিনা পৌরসভা অডিটোরিয়ামে ওই সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে দলীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান। তিনি তার বক্তব্যে (পি.আর) পদ্ধতিতে নির্বাচন, এর সুফল ও বাস্তবায়নের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পি.আর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের পরিচালক শুরা সদস্য আব্দুল বারী সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

বক্তাগণ নির্বাচনী প্রস্তুতি, সংগঠনকে আরো সুসংহত করা এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কৌশল ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সমাবেশে উপজেলা ও পৌরসভা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সদস্য এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন