
চাঁদপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের মোট ৫১ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ৪৫ জন কিশোর গ্যাং-এর সদস্যকে আটক করে। এদের মধ্যে ১৩ জনকে জুয়া আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।









