জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

চমক নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, সাকিব ও লিটন বাদ

Rising Cumilla - Shakib Al Hasan And Liton Das
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চমক রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে। যেখানে ঠাঁই হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসের। তবে আগেই জানা গিয়েছিল এই দলে থাকছে না এই দুই তারকা।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বাদ পড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বাজে ফর্মের কথা। তাছাড়া লিটনের পাওয়ার প্লের অ্যাডভান্টেজ নিতে না পারা ও বারবার একইভাবে আউট হওয়ার কথা বলেছেন লিপু।

ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। লিটন না থাকায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। মিডলঅর্ডার সামলানোর জন্য রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

পেসারদের মধ্যে হাসান ছাড়াও বাদ পড়েছেন শরিফুল ইসলাম। দলে চার পেসার তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

সাকিব আল হাসান বোলিংয়ে এখনও নিষিদ্ধই আছেন। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। শুধু ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করেনি বোর্ড।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।