জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

ঘনকুয়াশায় উত্তরের প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

RisingCumilla.Com - Winter
ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশা নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। ঘাসের ডগায়, ধানের পাতায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় এমন দৃশ্য দেখা গেছে।

স্থানীয়রা বলেন, সকালে মসজিদে নামাজ পড়তে গেছি কোনো কুয়াশা ছিল না। নামাজ শেষে দেখি চারপাশটা কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। আর হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

উপজেলার মমিনপাড়া গ্রামের আব্দুল আওয়াল জানান, ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি উপজেলাবাসী। তবে হাঁটতে খুব ভালো লাগছে, আজকে সকালের ঘন কুয়াশা বলে দেয় শীত আসছে।

আবহাওয়াবিদদের তথ্য মতে, আশ্বিন মাসের মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে আসলে ঠাণ্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না তখন হালকা ধরনের শীত পড়বে। আর শীতের আমেজ তো দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে উত্তরে প্রকট হয়ে থাকে। এর মাত্রা আর অনুভূতি থাকে ভিন্নতর। কিন্তু ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে ঘনকুয়াশা পড়তে শুরু করছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়।

এ বিষয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ জানান, সকালে হঠাৎই চারপাশ কুয়াশায় ঢেকে যায়। ভোর থেকে সকাল পর্যন্ত বেশ কুয়াশা ছিল। বুধবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সামনে তাপমাত্রা কমে শুরু করবে।