
জেলা পর্য্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভায় প্রথম স্থান হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভায় গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করায় শশীদল ইউনিয়ন পরিষদকে প্রথম স্থান ঘোষণা করা হয়।
জেলার ১৯৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম স্থান হয় শশীদল ইউনিয়ন পরিষদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
পরে শশীদল ইউনিয়ন পরিষদ প্রথম হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোঃ আমিরুল কায়সার। তিনি শশীদল ইউনিয়ন পরিষদকে গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করায় ধন্যবাদ জানান।