ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

গুরুতর অসুস্থ দাদু, বিদেশ সফর বাতিল আলিয়ার

গুরুতর অসুস্থ দাদু, বিদেশ সফর বাতিল আলিয়ার
গুরুতর অসুস্থ দাদু, বিদেশ সফর বাতিল আলিয়ার। ছবি: সংগৃহীত

আলিয়ার পরিবারে খারাপ সংবাদ। অসুস্থ তাঁর কাছের মানুষ। নিজের কাজ ফেলে তাঁকে দেখতে হাসপাতালে দৌড়াচ্ছেন আলিয়া ভাট।

গুরুতর অসুস্থ আলিয়ার দাদু অর্থাৎ সোনি রাজদানের বাবা। তাঁকে ভর্তি করা হয়েছে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তাই নয়, বয়স জনিত রোগে ভুগছেন তিনি। রয়েছেন আইসিইউ তে। ৯৫ বছর বয়স হয়েছে আলিয়ার দাদু নরেন্দ্র রজদানের। খবর পেয়েই বিমানবন্দর থেকে ফিরে এলেন আলিয়া। বাতিল করেন বিদেশ সফর। এমনকি গুরুত্বপূর্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়েছেন পর্যন্ত আলিয়া ভাট।

তার দাদু প্রতি ভালোবাসা রয়েছে অনেক। আলিয়াকে বলতে শোনা যায়, বাবা, মা, দাদু ও দিদিদের নিয়েই ছোট্ট পৃথিবী তার।