বুধবার ২৭ আগস্ট, ২০২৫

গুগলও শামিল টেলর সুইফট ও কেলসের বাগদান উদযাপনে

বিনোদন ডেস্ক

পপ তারকা টেলর সুইফট ও এনএফএল খেলোয়াড় ট্র্যাভিস কেলস/ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট ও এনএফএল খেলোয়াড় ট্র্যাভিস কেলস অবশেষে তাদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই তারকা জুটি গত দুই বছর সম্পর্কে ছিলেন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে একগুচ্ছ রোম্যান্টিক ছবি পোস্ট করে নিজেদের নতুন জীবনের সূচনার খবর দেন টেলর। এটি মুহূর্তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঝড় তোলে।

টেলরের পোস্ট করা ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে টেলরকে প্রস্তাব দিচ্ছেন কেলসে। ক্যাপশনে লেখা, ‘তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে’ , সঙ্গে রাখা হয়েছে একটি ফায়ারক্র্যাকার ইমোজি। ছবিগুলোতে সবুজ-ফুলে ভরা প্রাকৃতিক পরিবেশে তাদের রোম্যান্টিক মুহূর্তগুলো ধরা পড়েছে। ভক্তদের নজর কেড়েছে তাদের সেই প্রোপোজাল রিং।

পোস্টটি প্রকাশ হতেই ইন্টারনেটে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে ওঠে। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই এই পোস্টে ২৫ মিলিয়নের বেশি রিঅ্যাকশন এসেছে, যা ইনস্টাগ্রামের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রেকর্ড ঘোষণা না হলেও, সোশ্যাল মিডিয়ায় অনেকে একে ইনস্টাগ্রামের নতুন রেকর্ড হিসেবে আখ্যা দিয়েছেন।

Rising Cumilla - Taylor Swift and Travis Scott engagement
টেলর সুইফটকে হাঁটু গেড়ে প্রোপোজ করেন ট্র্যাভিস কেলস | ছবি: ইনস্টাগ্রাম

এই বাগদানে শুধু ভক্ত নয়, প্রযুক্তি জায়ান্ট গুগল-ও যুক্ত হয়েছে উৎসবে। গুগলে ‘Taylor Swift’ সার্চ করলেই দেখা যাচ্ছে রঙিন কনফেটি অ্যানিমেশন।

এই অ্যানিমেশনে ক্লিক করলে সরাসরি চলে যাওয়া যাচ্ছে টেলরের ইনস্টাগ্রাম পোস্টে, যা প্রযুক্তি দুনিয়ায় ব্যতিক্রমী সেলিব্রেশন হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে, দুই তারকার সম্পর্কের সূচনা হয় ২০২৩ সালে। কেলসের ‘নিউ হাইটস’ পডকাস্টে টেলরের নাম উল্লেখ হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপর ‘সেটারডে নাইট লাইভ’-এ তাদের প্রথম জনসম্মুখে উপস্থিতি ঘটে, যেখানে পরস্পর হাত ধরে হাঁটতে দেখা যায়। এরপর থেকে তাদের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন