সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

খরচ বাঁচাতে গণবিয়ে করছে আফগান তরুণ-তরুণীরা

Afghan youths are having mass marriages to save expenses
ছবি: গেটি ইমেজেস

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে খরচ বাঁচাতে গণবিয়ে করছেন আফগানিস্তানের তরুণ-তরুণীরা। গতকাল সোমবার দেশটির রাজধানী কাবুলে একটি অনুষ্ঠানে একসঙ্গে পঞ্চাশ দম্পতি বিয়ের কাজ সেরেছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

গতকাল সোমবার রাজধানী কাবুলে এই গণবিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে কাবুল বিমানবন্দরের কাছে অনুষ্ঠানস্থলে বেশ জমকালো আয়োজন করা হয়। বিয়ের গাড়ি সাজানো হয় বিভিন্ন রঙে। সাজানো গাড়িতে করেই বর ও কনেকে আনা-নেওয়া করা হয়েছে। অনুষ্ঠানে শত শত অতিথি উপস্থিত হয়েছেন। তবে সেখানে কোনো নারীকে দেখা যায়নি।

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন ১৮ বছর বয়সী রুহুল্লা রেজায়ি। তিনি সংখ্যালঘু হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য। তার দৈনিক আয় মাত্র সাড়ে তিনশ আফগানি। এতদিন তিনি নিজের বিয়ের খরচ বহন করতে পারছিলেন না। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমাদের ঐতিহ্য মেনে যে কোনো বিয়ের আয়োজনে দুই থেকে দেড় লাখ আফগানি (তিন থেকে চার লাখ টাকা) খরচ হয়। কিন্তু এখন মাত্র ১০ থেকে ১৫ হাজার আফগানিতে হয়ে যাবে।

এই যুবক আরও বলেন, আমরা আমাদের দুই পরিবার থেকে ৩৫ জনকে দাওয়াত দিয়েছি। অন্য সময়ে হলে এই সংখ্যাটা ৩০০ থেকে ৪০০ জন হতো।

সোমবার এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে সালেব ফাউন্ডেশন নামে দাতব্য সংস্থা। প্রত্যেক নতুন দম্পতিকে অনুদান হিসেবে ১ লাখ ৭৫ হাজার টাকার বেশি দিয়েছে তারা। শুধু তাই নয়, সংসার জীবন শুরুর জন্য তাদের একটি কেক, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, মাদুর ও কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি।