ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

ক্যাটরিনাকে ২০ বছর আগলে রেখেছেন যিনি

Who kept Katrina kaif for 20 years
ক্যাটরিনাকে ২০ বছর আগলে রেখেছেন যিনি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ চলতি বছরেই ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক পোষ্ট করেছেন তার ব্যক্তিগত সহকারী অশোক শর্মাকে নিয়ে।

ইনস্টাগ্রামে অশোকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন,,আজ ২০ বছর হয়ে গেল মিস্টার অশোক শর্মা। গেল ২০ বছরে আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন তিনি। হাসি-কষ্ট সবসময় ছিলো আমার পাশে। সকলকিছু আলোচনা করতাম। এমনকি, আমার ভালোর জন্যই আমার সঙ্গে ঝগড়াও করেছেন এবং ভালো ভালো উপদেশও দিয়েছেন।

তিনি আরও বলেন, সেটে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে তার চোখ দিয়ে জল পড়েছে। বন্ধুত্বপূর্ণ ব্যবহার এত বছরে একটুও পাল্টায়নি। এখন তো আমি কী চাই, সেটা আমি নিজে বুঝে ওঠার আগে অশোক বুঝতে পেরে যান। এ রকম ভাবেই আরও ২০ বছর কেটে যাক।

অভিনেত্রী এই পোস্টে সকলকে মন্তব্য করেছেন। ক্যাটরিনার এই পোস্টে ‘বেস্ট’ লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দিয়া মির্জা একটি হার্ট ইমোজি দিয়েছেন। এমনকি ভিকি ঘরনির এই পোস্টে মন্তব্য করেছেন।