নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কোটা আন্দোলনে সহিংসতা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষতি ৩ কোটির বেশি

Rising Cumilla - The loss of Begum Rokeya University is more than 3 crores
ছবি: প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৩ কোটি ১৯ লাখ টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।

সরজমিনে দেখা যায়, সহিংসতায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ভিসি বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ৩ গাড়ি ও ৬ টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।

আর আগে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে চলা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনে ২৫ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে রংপুর সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি বেরোবিসহ রংপুর বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বেরোবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়।

এরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।