জুলাই ১, ২০২৫

মঙ্গলবার ১ জুলাই, ২০২৫

কেন ইমরান হাশমির সঙ্গে কাজ করেন নি কোয়েল?

Why didn't Koel work with Emraan Hashmi?
কেন ইমরান হাশমির সঙ্গে কাজ করেন নি কোয়েল?। ছবি: সংগৃহীত

বলিউড তারকা ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কোয়েল মল্লিক। কিন্তু সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি এই অভিনেত্রী। কিন্তু কেনো হাশমিকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি?

হিট সিনেমা ছিল ‘গ্যাংস্টার’। যেখানে হাশমির বিপরীতে বলিউডে অভিষেক ঘটেছিল কঙ্গনা রানাওয়াতের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল পর্দায় হাশমি-কঙ্গনার ক্যামেস্ট্রি।

ওই সিনেমার জন্যই নির্মাতার প্রথম পছন্দ ছিল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার কাছে প্রস্তাবও গিয়েছিল। কিন্তু রঞ্জিত কন্যা রাজি হননি। সাফ জানিয়ে দেন, তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন।

ক্যারিয়ারের শুরু থেকেই কোয়েল তার কাজের ধরণ নিয়ে খুবই সচেতন ছিলেন। তাই এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে তাকে খুব একটা ভাবতে হয়নি।

কোয়েল ‘না’ বলতেই ‘গ্যাংস্টার’-এ অভিষেক ঘটে কঙ্গনার। নিজের প্রথম সিনেমা দিয়েই বলিউডে বাজিমাত করেন তিনি। অভিষেকে সেরা নারী চরিত্র হিসেবে জিতে নেন ফিল্ম ফেয়ার পুরস্কার।

আরও পড়ুন