জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

কেকেআরের জয়ে কোহলিকে ‘ঝুমে জো পাঠান’- এর তালে নাচালেন শাহরুখ

কোহলিকে 'ঝুমে জো পাঠান'- এর তালে নাচালেন শাহরুখ খান।
কোহলিকে 'ঝুমে জো পাঠান'- এর তালে নাচালেন শাহরুখ খান। ছবি: ফেসবুক

বৃহস্পতিবার, কলকাতা নাইট রাইডার্সের জয় দেখে শাহরুখ খান পা দোলাবেন না, তা আবার হয় নাকি! ইডেন যেন সেই দৃশ্যের অপেক্ষাতেই ছিল। ম্যাচে জয় নিশ্চিত হতেই ভিআইপি বক্সে খুশির হাওয়া বয়ে যায়। নাচতে থাকেন শাহরুখ, সুহানা, জুহিরা।

গত (৬ এপ্রিল) ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। ৮১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কেকেআর হারাতেই -কলকাতা নাইট রাইডার্সের মালিক মাঠে নামলেন খেলা শেষে। শুধু মাঠে নামা নয়, বিরাট কোহলিকে নাচ শেখাতেও দেখা গেল শাহরুখকে। খবর: আনন্দ বাজারে।

ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের বিশাল জয়ের পরে যখন ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখনই মাঠে নামলেন এ বলিউড বাদশা। একে একে সব ক্রিকেটারকে আলিঙ্গন করলেন। কেকেআরের পাশাপাশি বেঙ্গালুরুর ক্রিকেটাররাও বাদ গেলেন না। মাঠে ছিলেন বিরাট কোহলিও। তাঁকে দেখতে পেয়েই নিজেই ছুটে যান শাহরুখ। আপ্লুত বিরাটও এগিয়ে আসেন। জড়িয়ে ধরেন একে অপরকে। সেই সময়, মাঠে বাজতে শুরু করে ‘ঝুমে জো পাঠান…’ গানটা! এমন সুযোগ কেউই ছাড়তে নারাজ।

বিরাটের পাশে দাঁড়িয়ে শাহরুখকে নিজের জনপ্রিয় গানের কিছু স্টেপ করতে দেখা যায়। তা দেখে নকল করার চেষ্টা করছিলেন বিরাট। তাঁর পায়ে যদিও একটি স্ট্র্যাপ বাঁধা ছিল। তাই খুব বেশি লাফালাফি করেননি বিরাট।

শাহরুখ যখন মাঠ ছাড়লেন, ঘড়িতে রাত সোয়া বারোটা। ভারতীয় গনমাধ্যম  এবিপি লাইভ কিংগ খানকে প্রশ্ন করেছিল, ইডেনে চার বপছর পর মাঠে নেমে এত বড় জয় কেকেআরের, কতটা খুশি? শাহরুখ হেসে থাম্বস আপ দেখিয়ে গাড়িতে উঠে গেলেন। যেন ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন, তৃপ্তির ঢেকুর তুলে ইডেন ছাড়ছেন।