ফেব্রুয়ারি ২২, ২০২৫

শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫

কৃষিজমির মাটি কাটছিলেন যুবদল নেতা, প্রশাসনের অভিযানে গ্রেফতার

Youth League leader arrested in administration raid for cutting soil on agricultural land
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটার অপরাধে মো. জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃত জাকির শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে তিনি বলেন, “ফসলি জমির মাটি কাটার ফলে জমির উর্বরতা কমে যায় এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। তাই অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে গ্রেফতার এবং বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন, ২০১০ এর ৫ (১) ধারা ভঙ্গ করায় ১৫ (১) ধারায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা চলছিল। এতে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছিল, তেমনি অন্যদিকে খাল-বিল ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। তারা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।