মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা সীমান্ত থেকে প্রায় ৪৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Indian sarees worth around Tk 4.8 million seized from Shibir Bazar border in Comilla
কুমিল্লার শিবির বাজার সীমান্ত থেকে প্রায় ৪৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ/ছবি: বিজিবির সৌজন্যে

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শিবির বাজার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি অটোরিকশাও জব্দ করা হয়।

আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শিবির বাজার বিওপি এলাকার সীমান্তে একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের অভ্যন্তরে বদরপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় একটি অটোরিকশাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত শাড়িগুলো অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত শাড়ি ও অটোরিকশার আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন