নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লার লালমাইয়ে তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

Brickfield
প্রতীকি ছবি/সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় তিন ইটভাটাকে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ ইটভাটাগুলোতে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।

অভিযানে জরিমানা করা ইটভাটাগুলো হলো – মেসার্স মাহবুব ব্রিকস: ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স আবুল কাশেম ব্রিকস (এ কে ব্রিকস): ২ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এমরান ব্রিকস: ২ লাখ টাকা।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ গণমাধ্যমকে জানান, আইন অনুযায়ী বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে ১ (এক) কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা নিষিদ্ধ রয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন ও বিএসটিআই-এর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদাত হোসেন।