
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমির মাটি কাটা রোধ এবং ভরাটকৃত খাল পুনরুদ্ধারে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৯ মার্চ) পরিচালিত এই অভিযানে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস এবং প্রায় ৩০০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। উপজেলার পূর্ব ধইর (পূর্ব) এর চাপৈর খাল এবং চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর বিলে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
অভিযানে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। এছাড়া, পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের চাপৈর সরকারি খালের সীমানা চিহ্নিত করা হয় এবং খাল ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি, আংশিক ভরাটকৃত খালের মাটি আগামী ৩ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, “অবৈধভাবে মাটি কাটা এবং খাল ভরাটের বিরুদ্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।”