কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা.নাছিমা আকতার মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল সার্জন ডা.নাছিমা আকতার হাসপাতালের জরুরি বিভাগ,বহিঃবিভাগ, স্টোর ও অন্তঃবিভাগের বিভিন্ন কার্যক্রম তদারকি করে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিক ভাবে কাজ করার ও রোগীবান্ধব হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলার জন্য পরামর্শ দেন।
এছাড়াও হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়েও তদারকি করেন এবং রোগীদের সাথে হাসপাতালের সেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
এসময় ডা.নাছিমা আকতারের সাথে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: নাজমুল আলম এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: হুমায়রা তাবাসসুম।