নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার মানুষ সব সময় ইতিহাস তৈরি করে: ব্যারিস্টার সুমন

People of Cumilla always make history Says Barrister Syed Sayedul Haque Suman
কুমিল্লার মানুষ সব সময় ইতিহাস তৈরি করে: ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, ‘কুমিল্লার মানুষ সব সময় ইতিহাস তৈরি করে। কুমিল্লার মানুষ যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সারাদেশের মানুষ কেউ দুর্নীতি করতে পারবে না।’ খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার সুমন এমন মন্তব্য করেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি মধ্যকার প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

এ ম্যাচে ব্যারিস্টার সুমনের খেলা দেখতে কয়েক হাজার দর্শক ভিড় করেন জুরানপুর স্টেডিয়ামে। খেলার শুরু থেকে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সুমনকে ছাড়াই প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে শুরুতেই মাঠে নামেন সুমন। তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারি প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা বেশ জমে উঠলেও দ্বিতীয়ার্ধেও গোল পায়নি কোনো দল। ফলে গোলশূন্য ড্র হয় খেলাটি।

এতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি ০-০ গোলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি সঙ্গে ম্যাচ ড্র করলেও সম্মানসূচক তার হাতে ট্রফি তুলে দেন এমপি সুবিদ আলী ভূঁইয়া। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন ব্যারিস্টার সুমন।

এ সময় জুরাপর স্টেডিয়ামে বিপুর দর্শকের উপস্থিতি প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, এখানে একটি বিশেষত্ব হল- বিপুল দর্শকের অধিকাংশই তরুণ। আমি চাচ্ছি, ফুটবলের মাধ্যমে মানুষকে মাঠে নিয়ে আসতে। অনেক মানুষ যখন সবাই একত্রিত হয় তখন সেখান থেকে ভালো কিছু বের হয়ে আসে। মাঠে তাদের সঙ্গে আলোচনা করা যায়- বক্তৃতার মাধ্যমে হোক বা ভালোবাসার মাধ্যমেই হোক। তাদেরকে নান বিষয়ে সচেতন করা যায়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা যায়।

আয়োজক কমিটি জানায়, স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।