
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শনিবার রাতে অভিযান চালান উপজেলা প্রশাসন। মহাসড়কে যানচলাচলে শৃঙ্খলা ফেরানো এবং দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানকালে মহাসড়কে উল্টো পথে চলাচল এবং ভয়াবহ যানজট সৃষ্টির দায়ে তাৎক্ষণিকভাবে ২টি সিএনজি, ১টি মটর চালিত রিক্সা ও ৩টি অটোরিকশার চালককে তাদের নিজ নিজ যানবাহন রাস্তার পাশে কাত করে রাখার নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও, ড্রাইভিং লাইসেন্স এবং সিএনজির রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একটি সিএনজিকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে সেটি হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য থ্রি-হুইলারগুলোর চাবি স্থানীয় দোকানের মালিকের কাছে জমা রাখা হয় এবং নির্দেশ দেওয়া হয় যে, ৩০ মিনিট মহাসড়কের পাশে উল্টানো অবস্থায় রাখার পর সংশ্লিষ্ট চালকদের কাছে ফেরত দেওয়া হবে।
মহাসড়কের পাশে থ্রি-হুইলারগুলোকে উল্টিয়ে বা কাত করে রাখার মূল উদ্দেশ্য হলো, এর মাধ্যমে অন্যান্য চালকরা সচেতন হবেন এবং মহাসড়কে থ্রি-হুইলার চালানো থেকে বিরত থাকবেন।
অভিযান শেষে চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজেরা সচেতন হন এবং প্রত্যেক নাগরিক তাদের ‘নাগরিক দায়িত্ব’ পালনের অংশ হিসেবে সম্মিলিতভাবে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি বলেন, প্রতিদিন বা সার্বক্ষণিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা সম্ভব না হওয়ায় সকলের সম্মিলিত প্রচেষ্টাই মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ, মিয়া বাজার হাইওয়ে পুলিশ এবং স্থানীয় জনসাধারণ প্রশাসনকে সহযোগিতা করেন।