
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি (আনন্দপুর) এলাকায় জোড়পূর্বকভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ভরাটের মহোৎসব চলছে।
এতে আশপাশের দুই ও তিন ফসলি জমি চাষের অযোগ্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ নিয়ে রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার তেতাঁভূমি এলাকার ড্রেজার মেশিনের মালিক মোঃ আমিন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একই এলাকার ভুক্তভোগী মোঃ সফিকুল ইসলাম (৫০) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল উত্তর তেঁতাভূমি (আনন্দপুর) এলাকার মৃত মজি ফকির এর ছেলে মোঃ আমিন মিয়া (৪৫) দীর্ঘদিন যাবত প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
ভুক্তভোগী মোঃ সফিকুল ইসলাম জানান, আমার জমির পাশে মোঃ আমিন মিয়া জোড়পূর্বকভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আমি ড্রেজার মালিককে বাধা প্রদান করলে তিনি তার ছোট ভাই মোঃ স্বপন মিলে আমাকে বিভিন্ন হুমকি ও হুশিঁয়ারি প্রদান করে আসছে। আমি বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানানোর পর মোঃ আমিন মিয়ার লোকজন জমি বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার জমিগুলো তাদের হাত থেকে রক্ষা করে দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
এবিষয়ে অভিযুক্ত ড্রেজার মালিক মোঃ আমিন মিয়ার কাছে জানতে চাইলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর সাথে সাথে ফোন কেটে দেয়। পরবর্তীতে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং ফসলি জমি ভরাট করা সম্পূর্ণ বে-আইনি। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারীর বিরুদ্ধে তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।