জানুয়ারি ৪, ২০২৫

শনিবার ৪ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Rising Cumilla - Farmers rally held at Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷

শশীদল ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবদুল মালেক মেম্বার এর সভাপতিত্বে ও চান্দলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শওকত আলী ভূইঁয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহবায়ক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে হোসাইন মোঃ ফারুক, হাজী সেলিম, বিল্লাল হোসেন, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান সাজু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান খান। এসময় উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোহন মিয়াসহ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

এসময় বক্তারা বলেন গত ১৭ বছর এদেশের মানুষ এবং দেশ গড়ার কারিগর কৃষকেরা অবহেলিত ছিল৷ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে উপজেলার সকল খাল খনন করা হবে৷ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ৷