কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম স্বনামধন্য প্রধান দরবার পীরে কামেল আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম (রঃ) প্রতিষ্ঠিত “ষাইটশালা দরবার শরীফ” এর ৫৯তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টা থেকে শুরু করে সারারাত্র ব্যাপী ষাইটশালা দরবার শরীফ প্রাঙ্গনে দেশ বরেণ্য আলেম-ওলামা মাশায়েখদের বয়ানের মধ্যদিয়ে শেষ হয়।
এতে অত্র দরবারের বর্তমান পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও দরবার শরীফ এর পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান মেহমান হিসাবে ওয়াজ পেশ করেন তাহরিকে খতমে নুবু্ওয়্যাত বাংলাদেশ এর আমীর ও জৈনপুর দরবার শরীফ এর পীর মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
অনুষ্ঠানে মাহাবুবুর রহমান এর পরিচালনায় বিশেষ মেহমান হিসাবে বয়ান পেশ করেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, হযরত মাওলানা ক্বারী আবুল কাশেম সরকার, হযরত মাওলানা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, পান্ডুঘর দরবার শরীফের পীর হযরত মাওলানা গোলাম জিলানী, হযরত মাওলানা মিজানুর রহমান আতিকী।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানে আরো ছিলেন দরবারের এস.এম মাহফুজুর রহমান। মাহফিলে দরবারের ভক্তবৃন্দ ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত থেকে মাহফিল সফল ও স্বার্থক করে তুলেন। মাহফিল সফল ও স্বার্থক করায় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।