ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রুপা আমনের ব্রি ধান-৮৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Rising Cumilla - Field day of Rupa Aman Bri Dhan-87 was held at Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রূপা আমন ধান মৌসুমের ব্রি ধান-৮৭ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব বাজেটের আওতায়

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল ব্লকে ফসল ও প্রযুক্তি প্রদর্শণীর এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাসুদ রানা।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আল মামুন রাসেল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন।

এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন মিয়া, তোফাজ্জল হোসেন, নাসিমা আক্তার, শামীমুল ইসলাম ভূইয়া প্রমূখসহ ওই ব্লকের কৃষক কৃষানীগণ উপস্থিত ছিলেন।