
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদকের ওয়ারেন্টভুক্ত আসামী মো. সবুজ মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাত ৩টার দিকে উপজেলা সদরের নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারী) গভীর রাতে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নের্তৃত্বে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে ওই এলাকায় মো. সবুজ মিয়া নামে একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টহল দল নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
অভিযান শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, যৌথবাহিনির অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








