মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা ন্যাশনাল ডক্টরস ফোরাম এর সার্বিক সহযোগীতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ২ হাজার রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। এর মধ্যে মেডিসিন বিভাগ, গাইনী বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, শিশু বিভাগ, চর্ম বিভাগ, সার্জারী ও অর্থোপেডিক্স বিভাগ, রক্ত পরীক্ষা, সুন্নাতে খাৎনা, ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এতে দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মোঃ আব্দুল হান্নান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, দুলালপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ ফরিদ উদ্দিন, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইব্রাহীম খলিল, ছাত্রনেতা ওমর সানি, আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে রোগীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন