সোমবার ১৩ অক্টোবর, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Indian sarees worth nearly Tk 3 crore seized from Brahmanpara border in Comilla
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ/ছবি: মিডিয়া রিলিজ

প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায়।

সোমবার (১৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টায় দিকে ৬০ বিজিবির একটি বিশেষ দল সীমান্তবর্তী শশীদল এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে তারা একটি পিকআপসহ প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করতে সক্ষম হন। তবে কোনো ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এই প্রসঙ্গে বলেন, সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান দমনে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম সর্বতোভাবে অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা থাকবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা এই বিপুল পরিমাণ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন