ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৫ জন

Rising Cumilla.Com - 5 people were arrested with drugs in the operation of joint forces in Burichong of Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মাদক ও নগদ অর্থসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেল যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন – ইব্রাহিম হোসেন (২৭), মিতন মিয়া (২৫), মাহফুজ মিয়া (৩৫), সুলতানা বেগম (৪৭) ও ফাতেমা বেগমকে (৪৫) আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৭ বোতল হুইস্কি, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৬২০টি ফয়েল পেপার, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ ৩২ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সব অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।