ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস বৈধপথে বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণে অনন্য অবদান রাখায় ইতালিতে অবস্থিত বাংলাদেশী প্রতিষ্ঠান ক্যাফ পিসি পয়েন্ট এর স্বত্তাধীকারী কুমিল্লা শহরের নিবাশ চক্রবর্তীকে রেমিটেন্স পুরস্কার প্রদান করেছে।
দেশের অর্থনীতিতে অবদান রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোয় উৎসাহিত করতে রোমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একজন নারীসহ পাঁচ জন প্রবাসী বাংলাদেশিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
জানা যায়, ইতালি থেকে বাংলাদেশে ২০২২ – ২০২৩ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এই পুরস্কার বিতরণ করেন।
২০২৩ সালের রেমিট্যান্স পুরস্কারপ্রাপ্তরা হলেন: ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) জিয়া উদ্দিন, মো. মাহফুজুল হক, মো. ওমর ফারুক, ব্যক্তি ক্যাটাগরি (নারী) মেহেনাস তাব্বাসুম এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্টের স্বত্তাধিকারী নিবাশ চক্রবর্তী।
এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনাও অনুষ্ঠিত হয়। আলোচনায় সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সরকারের উদ্যোগগুলো তুলে ধরা হয়।