বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল–ছাত্রদলের দুই কর্মী আটক

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Two Jubo Dal and Chhatra Dal activists arrested with weapons in Nangalkot, Comilla
কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল–ছাত্রদলের দুই কর্মী আটক/ ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০) এবং একই এলাকার আলী হোসেনের ছেলে নাসির (২৩)। তাদের মধ্যে আনোয়ার হোসেন ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী এবং নাসির ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত। দু’জনই কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতেই চিওড়া–তেজের বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

আটকের পর তাদের নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন