
গত বছরের ৫ আগস্ট কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুস সামাদ, হৃদরোগে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ জানান, গত বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এ সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। সাত মাস হাসপাতালে আর বাড়িতে মিলিয়ে ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গত বছরের ৫ আগস্ট সামাদের পায়ে গুলি লেগেছিল। এই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান। সম্প্রতি তিনি দেবিদ্বার ইউএনওর কার্যালয়ে এসে মামলার সাক্ষী দিয়ে যান। এর মধ্যে তার হার্ট অ্যাটাক হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।