ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

Rising Cumilla - 1 killed in A.League-BNP clash in Devidwar, Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে  ছিদ্দিকুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে।

স্থানীয়রা জানায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের জেরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি মীমাংসার জন্য বিএনপির সমর্থকরা সাইচাপাড়া বাজারে গেলে, তাদের ধাওয়া দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। একপর্যায়ে বিএনপির সমর্থক মো. সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ।

স্থানীয়রা তাকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে সিদ্দিকুর রহমান মারা যান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, সাইচাপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম।