নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

More than one and a half hundred illegal structures were evicted in Daudkandi, Cumilla
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

এ সময় ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের দিক নির্দেশনায় অভিযানে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী কুমিল্লা সড়ক বিভাগের ভাগলপুর এবং ছোট মোহাম্মদপুর মৌজায় শহিদনগরে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করেন।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব সুনীতি চাকমা, দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এসএসপি এনায়েব কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গৌরীপুর পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান।