নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্রের মুখে ২ কোটি টাকা ছিনতাই

2 crore robbed at gunpoint in Daudkandi, Comilla
কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্রের মুখে ২ কোটি টাকা ছিনতাই। প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর পৌনে দুই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দাউদকাউন্দি পৌরসভার মোহন পেট্রোলপাম্পের সামনে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় মামলার পর সোমবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে।

দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদমতলীর বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত সোহেল রানা প্রজন্ম লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথ পুর এলালার সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে রোববার রাতে একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে কুমিল্লা আসছিলেন। পথিমধ্যে জেলার দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা এলাকায় মোহন ফিলিং স্টেশনের সন্নিকটে আসার পর সংঘবদ্ধ ছিনতাইকারীরা ব্যারিকেট দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ৩টি ব্যাগ ভর্তি তার ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা ও দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাপর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ব্যাপক অভিযান পরিচালনা করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও দাউদকান্দি বাজার কমিটির নেতা মো. সোহেলের বাড়ি ঘেরাও করে তার ঘরে তল্লাশী চালিয়ে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সোহেল পালিয়ে যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

পুলিশের একটি সূত্র বলছে, ভুক্তভোগী সাইফুল দাবি করেছেন, ওই টাকা জমি বিক্রির। কিন্তু নগদ এই পরিমাণ টাকা রাতে তিনি কেন বহন করছিলেন তা পরে খতিয়ে দেখা হবে। এখন টাকা উদ্ধারের অভিযান চলছে।