ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার তিতাসে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন ফ্রান্স প্রবাসী দুই ভাই

Two brothers from France returned home by helicopter to Titas in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন ফ্রান্স প্রবাসী দুই ভাই। তারা হলেন বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ। তারা উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামের মো. জায়েদ মোল্লার ছেলে।

সোমবার দুপুরে ফ্রান্স থেকে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কুমিল্লার তিতাস উপজেলায় নিজ গ্রামের মাঠে অবতরণ করেন তারা।

এ সময় ফ্রান্স প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ বছর আগে দুই ভাই ফ্রান্সে পাড়ি জমান। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তারা। কিন্তু এবার হেলিকপ্টারে করে বাড়ি আসলেন।

প্রবাসী বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, “আমরা দুই ভাই দীর্ঘদিন ফ্রান্সে আছি। পরিবারের ইচ্ছার কারণে ও শখ পূরণে হেলিকপ্টারে বাড়ি এসেছি। আমরা খুবই আনন্দিত।”