
শুক্রবার (০৫ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের জামবাড়ি জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
উদ্বোধন শেষে অত্র মসজিদে জুমআ’র নামায আদায় করেন জেলা প্রশাসক। নামাজ শেষে জামবাড়ি কবরস্থান পরিদর্শন ও কবর জিয়ারত এবং পার্শ্ববর্তী খেলার মাঠ পরিদর্শন করেন।
এছাড়াও পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে খেলার মাঠের উন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি।